প্রকাশিত: Sat, Jun 22, 2024 11:59 AM
আপডেট: Sun, Jun 30, 2024 9:23 PM

[১]প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হলে বিদেশি স্নাতকদের গ্রিন কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

ইকবাল খান: [২] বৃহস্পতিবার সিলিকন ভ্যালিতে বিনিয়োগকারীদের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারের সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দেন, মেধাবীদের যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়া তিনি সহজ করবেন এবং যারা মার্কিন কলেজ থেকে গ্র্যাজুয়েট(স্নাতক) হবেন তারা দেশটিতে থাকতে পারবেন।

[৩] অভিবাসন ইস্যুতে কট্টর বিরোধী ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিশ্রুতি তার অবস্থানের অপ্রত্যাশিত পরিবর্তন। সূত্র: আলজাজিরা

[৪] ট্রাম্প বলেন, ‘এটা খুবই দুঃখজনক যখন আমরা হার্ভার্ড, এমআইটি’র মত সর্বশ্রেষ্ঠ স্কুলের স্নাতকদের হারিয়ে ফেলি। 

[৫] তিনি বলেন, ‘আমি মনে করি স্নাতক হওয়ার পরই  অটোমেটিক্যালি গ্রিন কার্ড পেয়ে এ দেশে অবস্থান করা উচিত ও এক্ষেত্রে জুনিয়র কলেজগুলোও অন্তর্ভুক্ত হবে।’

[৬] ডোনাল্ড ট্রাম্পের এ প্রস্তাবে যুক্তরাষ্ট্রে প্রতি বছর লাখ লাখ নতুন অভিবাসী নাগরিকত্বের জন্য আবেদন করবেন। 

[৭] যদিও এর আগে ট্রাম্প অভিবাসী নীতি নিয়ে তার কঠোর অবস্থানের কারণে রিপাবলিকান পার্টিতে  ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।